কাউনিয়ায় ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি, আগ্রহ নেই করোনা পরীক্ষায়

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ২০:০৮ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৫০

রংপুরের কাউনিয়ায় জ্বর-সর্দি-কাশির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহ থেকে প্রচন্ড গরমে জ্বর, গলা ও মাথাব্যথা এবং শরীর ব্যাথায় আক্রান্তের হার বেড়েছে। এ ধরনের রোগীদের করোনা পরীক্ষা করালেই পজিটিভ রিপোর্ট আসছে। কিন্তু অনীহার কারণে অনেকেই পরীক্ষা করাতে চাইছেন না। ফলে উপসর্গ থাকলেও শনাক্ত না হওয়ায় করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে· সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন ২০০ থেকে ২৫০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এরমধ্যে গত এক সপ্তাহ থেকে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে বলে কর্তব্যরত মেডিকেল অফিসাররা।

 টেপামধুপুরহাটের পল্লী চিকিৎসক আঃ হালিম বলেন, গত এক সপ্তাহ থেকে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিন গড়ে শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব রোগীকে করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হলেও তারা আগ্রহী হচ্ছেন না। এতে করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। তবে চিকিৎসকরা বলছেন, হঠাৎ করে প্রচন্ড গরমের কারণে জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে। এগুলো সাধারণ সর্দি-জ্বর ছাড়াও করোনা ভাইরাসের লক্ষণ। 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন বলেন, প্রচণ্ড গরমের কারণে এখন ঘরে ঘরে সর্দিজ্বরে আক্রান্তের হার বাড়ছে। অনেকের কাশিও রয়েছে। বিভিন্ন বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনার উপসর্গগুলোও একই রকম। তাই অনীহা না করে করোনা পরী¶া করতে হবে। এছাড়াও যারা এখনো টিকা নেননি তাদেরকে দ্রুত টিকা নেওয়াসহ ঘরে এবং বাইরে মাস্ক পরার আহবান জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত