স্ত্রী কে কু-প্রস্তাবের আক্রশে যুবক খুন
কাউনিয়ায় ঘরের মেঝে খুরে যুবকের রক্ত মাখা লাশ উদ্ধার!
প্রকাশ: ২ এপ্রিল ২০২২, ১৮:৫৪ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫
কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে ঘরের মেঝে খুরে পাওয়া গেল সাইদুল ইসলাম (২৪) নামের এক যুবকের লাশ! গত শনিবার সকালে পুলিশ বিশ্বনাথ গ্রামের রফিকুল ইসলামের ঘরের মেঝে খুরে তার লাশ উদ্ধার করেছে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের উত্তর চর আজমখাঁ গ্রামের আজিম উদ্দিনের পুত্র মোঃ সাইদুল ইসলাম (২৪) গতকাল শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সকাল থেকে রাত অবধি সে আর বাড়িতে ফিরে আসেনি। তাকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি। পরদিন শনিবার সকালে প্রতিবেশি এক লোক বিশ্বনাথ গ্রামের বাসিন্দা হারেজ আলীর পুত্র মোঃ রফিকুল ইসলাম (৩৬) এর বাড়ির একটু দুরে ভুট্টা ক্ষেতে ঘাস তুলতে গিয়ে অনেক রক্ত দেখতে পায় যা কিছু বাদাম গাছ দিয়ে ঢেকে রাখা। তাৎক্ষনিক ভাবে এ খবর ছড়িয়ে পড়ে। নিমিষেই ঘটনা স্থলে শত শত মানুষের উপস্থিতি ঘটে। ঘটনা স্থলে গিয়ে সাইদুল ইসলামের পরিবার সহ এলাকাবাসীর সন্দেহ হয়। পরে কাউনিয়া থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে উপস্থিত হয়ে সন্দেহ ভাজন রফিকুল ইসলাম কে আটক করে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে। আটক রফিকুলের দেওয়া তথ্য মতে তার বসত ঘরের মেঝে খুরে পুতে রাখা সাইদুল ইসলাম এর রক্তমাখা লাশ উদ্ধার করে। রফিকুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সাইদুল প্রায় প্রায়ই তার স্ত্রী কে কু-প্রস্তাব দিত। সে এ বিষয়টি জানতে পেরে প্রতিহিংসা বসত এ ঘটনাটি ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। তবে তার সাথে খুনের ঘটনায় আরো কেউ জড়িত আছে কী না পুলিশ তা ক্ষতিয়ে দেখছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান বলেন রফিকুল ইসলাম কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত সাইদুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের প্রকৃত কারন জানতে তদন্ত চলছে। এছাড়াও পিবিআই ও সিআইডি পুলিশের বিশেষ টিম ঘটনা স্থল পরিদর্শন করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত