কাউনিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূঁর হত্যা না আত্মহত্যা
প্রকাশ: ৮ মে ২০২২, ১০:৫০ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:০৩
কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট গ্রামে গলায় ফাঁস লাগিয়ে সুমি আকতার (২৫) নামের এক গৃহবধুঁর হত্যা না আত্মহত্যা তা নিয়ে চলছে পরিবারে জলপনা কল্পনা।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট গ্রামের ওমর আলীর পুত্র মোঃ এরশাদুল আলম আসাদুল এর সাথে শগীদবাগ ইউনিয়নের ভেলুপাড়া এলাকার শফিউল্যার মেয়ে সুমি আক্তারের প্রায় ৭বছর আগে বিয়ে হয়। ইতো মধ্যে তাদের কোল জুরে একটি সন্তান জন্ম নেয়। তাদের সংসার ভালই চলছিল কিন্তু সুমি আকতার (২৫) কেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল, নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে সুমির বাবার পরিবারে চলছে নানা জলপনা কল্পনা। আসাদুলের পরিবার বলছে সে গত শনিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়। মনের দুঃখে ও ক্ষোভে সুমি আকতার সবার অজান্তে বাড়ির ঘরের ধর্নার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ওই দিন বিকাল ৪ টার দিকে আত্মহত্যা করেছে। কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান জানান তিনি আত্মহত্যার বিষয় টি শুনেছেন। পুলিশ ঘটনা স্থল পরিদর্শনে গেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত