কাউনিয়ায় খাদ্য গুদামে বোরো ধান ক্রয়ের শুভ সুচনা
প্রকাশ: ৭ জুন ২০২২, ২২:১৩ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৭:০২
বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রণাল গত ২৮ মে বোরো মৌসুমের ধান ও চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন, তারই ধরাবাহিকতায় রংপুরের কাউনিয়া উপজেলা খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে মঙ্গলবার ধান ক্রয়ের শুভ সুচনা করা হয়।
ধান ক্রয়ের শুভ সুচনা করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, সাবেক ছাত্রলীগ সভাপতি ফিরোজ সরকার, মাদ্রাস সুপার আঃ সাত্তার, জানান,মিল চাতাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা বিলকিস বেগম প্রমূখ। খাদ্য নিয়ন্ত্রক জানান, কাউনিয়ায় চাউল সংগ্রহের বরাদ্দ পেয়েছেন ১৮৭৯ মেঃ টন এবং ধান ১০১৩ মেঃ টন। মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে এই চাউল কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। কৃষক ফজলুল হক এর কাছ থেকে শুভ সুচনায় ৩টন ধান সংগ্রহ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত