কাউনিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৭ এপ্রিল ২০২২, ১৯:২৮ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৫

কাউনিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২০২১-২০২২ অর্থবছরে ২০২১-২০২২ খরিপ-১ মৌসুমে আউশ ধানের প্রনোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গত বুধবার বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, কল্লোল কুমার সরকার, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা খোরশেদ আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ। উপজেলার ১৭০০ জন চাষির মাঝে ৫কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত