কাউনিয়ায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিত করণ সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২২, ১৯:৫২ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৮

কাউনিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে বুধবার ইউনিসেফ এর সহোযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে কোভিড-১৯ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহেদ সাব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, তথ্য সেবা কর্মকর্তা আকতার জাহান। বক্তব্য রাখেন কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপম রায়, ইনফরমেশন সার্ভিস প্রভাইডার সৈয়দা তাজকিয়া নুর, নাজিদদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, সহকারী অধ্যাপক খোরশেদ আলম, ভলান্টিয়ার মোঃ আনারুল ইসলাম রানা, মোঃ সোহেল রানা, হাসিফুল ইসলাম, রেজিয়া বেগম প্রমুখ। সভায় আরও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শি¶ক, সাংবাদিক, এনজিও, স্বেচ্ছাসেবক, সুশীল সমাজের প্রতিনিধি অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত