কাউনিয়ায় কুর্শার চেয়ারম্যান কর্তৃক শ্রমিকের মজুরির টাকা না দেয়ার অভিযোগ
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ১৮:০১ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:২৭
কাউনিয়া উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ এর বিরুদ্ধে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী [কাবিখা] প্রকল্পের শ্রমিকদের মজুরির টাকা প্রদান না করে টালবাহানা করে সময় অতিবাহিত করার অভিযোগ ওঠেছে।
রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকরা গত বুধবার ডালি কোদাল সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে কিছু সময় ধরে অবস্থান কর্মস‚চী পালন করে মজুরির সমুদয় টাকা প্রদানের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন এর নিকট একটি অভিযোগ পত্র [স্বারকলিপি] দাখিল করেছে। অভিযোগ কারী রাস্তার মাটি কাটা দলের লেবার সর্দার মোঃ আলম মিয়া বলেন তারা ৩০ জন শ্রমিক ৩ নং কুর্শা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে রামনাথ গ্রাম (মাটিয়া জুম্মা) থেকে পীরগাছা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তায় ২২ দিন ধরে কাজ করেছে। প্রতিদিন ৪ শ'৫০ টাকা হারে ১ লক্ষ ২০ হাজার টাকা পারিশ্রমিক প্রদান করার কথা চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ সাহেবের। কিন্তু নিয়ম অনুযায়ী প্রকল্পের কাজ অনেক আগেই সম্পন্ন হলেও চেয়ারম্যান সাহেব তাদের ন্যায্য পাওনা পরিশোধ না করে টালবাহানা করে সময় অতিবাহিত করছে। পবিত্র রমজান মাসে টাকার অভাবে তারা মানবেতর জীবনযাপন করছে। তারা অতি সত্বর সমুদয় পারিশ্রমিক পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ পত্র জমা দিয়ে উপজেলা পরিষদ চত্বরে কিছু সময় ধরে ডালি কোদাল নিয়ে অবস্থান কর্মস‚চী পালন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন বলেন শ্রমিকদের অভিযোগ পেয়েছি ওই চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে বিষয় টির নিস্পতি করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত