কাউনিয়ায় কিটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১৮:২২ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ২১:০২

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ^নাথ বুড়িরহাট বাজারে সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কিটনাশক ব্যবসায়ী মোঃ ফজলুল হক এর ১০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। এসময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন ও পুলিশের একটি দল। 

ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হোসাইন জানান, টেপামধুপুর ইউনিয়নের বিশ^নাথ বুড়িরহাট বাজারে মোঃ ফজলুল হক এর কিটনাশকের দোকানে অভিযান পরিচালনা করে ভেজাল গ্রোজিং-৬০কেজি ও ভেজাল থিয়োভিট-৬০কেজি উদ্ধার করা হয়। ভেজার কিটনাশক বিক্রির দায়ে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত ভেজাল কৃত কিটশাক গুলো স্থানীয় জনগনের সামনে মাটিতে পুতে ফেলা হয়। নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে। এলাকবাসী ভ্রাম্যমান অভিযান কে স্বাগত জানিয়েছেন। 


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত