কাউনিয়ায় কালিরহাটে চাতাল থেকে ৬ লাখ ৫ হাজার টাকা চুরি

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২ মে ২০২২, ১৬:১২ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের কালিরহাটে ওয়াহেদুল ইসলাম এর মিল চাতাল থেকে অভিনব কায়দায় ধান ব্যাবসায়ী শ্যামল কুমার রায় ৬ লাখ ৫ হাজার টাকা চুরি যায়।  

এলাকাবাসী ও শ্যামল কুমার জানান, দীর্ঘদিন থেকে সে ওয়াহেদুল এর মিল চাতালে ধানের ব্যাবসা করে আসছেন। প্রতিদিন সে ওয়াহেদুলের মিল চাতালের একটি গুদামে টাকা রেখে বাড়ি যায়। গত শনিবার রাতে সে চাতালের গুদামে একটি ব্যাগে ৬ লাখ ৫হাজার টাকা রেখে বাড়ি যায়। রবিবার ১২টার দিকে চাতালে এসে গুদামের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখে তার রক্ষিত ব্যাগের ভিতর টাকা গুলো নেই এবং গুদামের পিছনের দরজা খোলা। তার ধারনা চোর হয়তো গভীর রাতে দরজা খুলে টাক গুলো নিয়ে গেছে। রবিবার বিকালে কাউনিয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। পুঁজি হারিয়ে শ্যামল কুমার রায় পাগল প্রায়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে, আপাতত দৃষ্টিতে বিষয়টি অনেকটা সাজানো বলে মনে হচ্ছে, কারন আমরা জেনেছি তার কাছে অনেকেই টাকায় পায়, আর এতো টাকা কেই এভাবে রেখে যায় কখনও ? এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত