কাউনিয়ায় করোনা মহামারী ঠেকাতে করোনীয় সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২১, ১৮:৫০ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪

কাউনিয়ায় করোনা মহামারী ঠেকাতে সরকারের দেয়া কঠোর বিধি নিষেধ (লকডাউন) মান্য করতে করনীয় সভা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, মোহাম্মদ হোসেন সরকার, আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, রাকিবুল হাসান পলাশ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন, কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমি, ইন্সপেক্টার (তদন্ত) মোঃ সেলিমুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, কাউনিয়া প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল, ইজারাদার জাহাঙ্গির হাসান, তাহমিদুল ইসলাম প্রমূখ। সভায় করোনা মোকাবেলায় জনগন কে সচেতন করতে এবং সরকারের নির্দেশিত বিধি বিধান মেনে চলতে যে যার যার অবস্থান থেকে কাজ করার অঙ্গিকার করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত