চোরে নাহি শোনে ধর্মের কাহিনি

কাউনিয়ায় উপজেলা মসজিদের সামন থেকে  মিশুক চুরি

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১৮:২৭ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫

কাউনিয়া উপজেলা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে এসে মিশুক গাড়ি হারালেন শহিদুল ইসলাম নামের হতদরিদ্র অটো চালক। জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা হরফের তেপতি গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের পুত্র শহিদুল ইসলাম তার মিশুক অটো গাড়িটি উপজেলা মসজিদের অজু খানার সামনে/ রেখে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করে। শুধু ফরজ ২ রাকাত নামাজ আদায় করে বের হয়ে দেখেন তার মিশুক অটো গাড়িটি চুরি হয়ে গেছে। গাড়ি চুরি হয়ে যাওয়ায় শহিদুল হাউ/মাউ করে কাঁদতে থাকে। সে ঋন করে কয়েক দিন আগে ৬৩ হাজার টাকা দিয়ে মিশুক অটো গাড়িটি কিনে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে আসছিল। এবিষয়ে থানায় একটি অভিযোগ দা/য়ের করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত