শাহীন সভাপতি, মোশারফ সম্পাদক

কাউনিয়ায় উপজেলা জাতীয় পার্টি'র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৯:৫২ |  আপডেট  : ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:১২

প্রায় দেড় যুগ পর রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন গত শনিবার সন্ধায় কাউনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির উপজেলা  আহবায়ক এ্যাডভোকেট শাহিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি  থেকে সন্মেলনের  উদ্ধোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  মোঃ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবু নাসের মাহবুবার রহমান, কেন্দ্রীয় সদস্য ও জেলা যুব সংহতির সভাপতি হাসিনুজ্জামান নাসিম,  যুব সংহতি জেলা সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সদস্য ও বিশিষ্ট শিল্পপতি কামরুল ইসলাম ভরসা। প্রধান বক্তা ছিলেন  জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির  সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি'র সদস্য সচিব  মোঃ মোশাররফ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি ছামছুল হক দুলাল, সাধারণ সম্পাদক  বদিয়ার রহমান, উপজেলা যুব সংহতির আহবায়ক আঃ রহিম রুবেল, সদস্য সচিব আব্দুর রহিম খোকন, উপজেলা কৃষক পাটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি  মিজানুর রহমান, উপজেলা  ছাত্র সমাজের আহবায়ক সিদ্দিকুর রহমান  নুপুর, সদস্য সচিব আব্দুর রহিম নিরব প্রমূখ। সন্মেলনে এ্যাডভোকেট শাহীন সরকার কে সভাপতি, মোঃ মোশাররফ হোসেন কে সাধারণ সম্পাদক ও জাহিদুল ইসলাম জুয়েল কে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় পার্টি কাউনিয়া উপজেলা শাখার  ত্রি-বার্ষিক সম্মেলনে আংশিক কমিটি গঠন করা হয়। 

উল্লেখ যে ২০০৪ সালে জাতীয় পার্টি কাউনিয়া উপজেলার ত্রি-বার্ষিক কমিটি গঠনের পর ২০২২ সালে প্রায় দেড় যুগ পর গত শনিবার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হলো। ২০২১ সালের মাঝামাঝি সময়ে শাহীন সরকার কে আহবায়ক ও মোশাররফ হোসেন কে সদস্য সচিব কে জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত