কাউনিয়ায় আল্লাহ লেখা আকৃতির কোরবানির মাংস

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১৭:৫৭ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:২২

মহান আল্লাহ পাকের নিলা-খেলা বুঝা দায়, তিনি যেমন রাতকে দিন আর দিন কে রাত বানাতে পারেন তেমনি তার ইচ্ছায় কাউনিয়ায় কোরবানির গরুর মাংসে আল্লাহ লেখা নাম টি শত শত মানুষ দেখতে পেয়েছে। 

সরেজমিনে উপজেলার নিজপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে বালাপাড়া ইউনিয়ন হাজি সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান ও তার প্রতিবেশি মোঃ ফজলু মিয়া মিলে একটি গাই গরু কোরবানি দেওয়ার জন্য স্থানীয় হাট থেকে ক্রয় করে। ঈদের দিন কোরবানি করার পর মাংস কাটার পর রানের মাংসে স্পষ্ট আল্লাহ লেখা নাম টি দেখতে পান আলহাজ্ব হাবিবুর রহমান। এ খবর ছড়িয়ে পড়লে নিমিষেই শত শত মানুষ মাংসে আল্লাহ লেখা নাম টি দেখার জন্য ভীড় জমায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মসজিদের ইমাম বলেন মাংসে লেখা আরবী লেখা টি আল্লাহ আকৃতির বলে তিনি মনে করেন। বালাপাড়া ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন লোক মুখে শুনে আমিও মাংসের আল্লাহ লেখা নাম টি দেখতে ওই বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি শত শত মানুষের ভীড়। আল্লাহই ভাল জানেন এর মহত্ব।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত