কাউনিয়ায় আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২২, ১৯:৫০ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫০

কাউনিয়ায় আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশে ২০২২ বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত হয়।

আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমান্ড (অতিরিক্ত দায়িত্ব) আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী রংপুর হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, প্রিন্সিপাল অফিসার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক পীরগাছা মোঃ শামসুদ্দোহা। বক্তব্য রাখেন কাউনিয়া থানার এসআই সামিউল ইসলাম, কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতার, উপজেলা প্রশিক্ষক আনসার ও ভিডিপি তাজমুল হক সরকার, তাহেরা সিদ্দিকা প্রমূখ। সমাবেশে বিভিন্ন সময়ে ভাল কাজ করায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত