কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল হতদরিদ্রের বসতঘর

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১৮:৩৮ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০০:৪৮

কুপির আগুনে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব পুড়ে ছাই হয়ে গেল অন্যের জমিতে আশ্রয় নেওয়া হতদরিদ্র দিনমজুর মাহা আলমের বসতঘর। শুধু বসতঘরেই পুড়ে যায়নি, পুড়ে গেছে ঘরের মধ্যে থাকা আসবাবপত্র সহ রি·া ভ্যান কেনার জন্য জমানো নগদ টাকা। এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে গত বুধবার রাতে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার পশ্চিম বালারঘাট গ্রামে। 

স্থানীয় লোকজন জানায়, দিনমজুর মাহা আলম উপজেলার হারাগাছ পৌরসভা পশ্চিম বালার ঘাট গ্রামের বাসিন্দা। তার কোন জমিজমা নেই। ৩সন্তান ও স্ত্রীকে নিয়ে অন্যের জমিতে একটি টিনের চালা তুলে বসবাস করেন। কুপির আগুন থেকে সেই বসত ঘর,আসবাবপত্র ও রি·াভ্যান কেনার নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাত ৮ টার দিকে তার স্ত্রী ফুলমতি ঘরের মধ্যে কুপি জ্বালিয়ে রেখে বাহিরে বের হন। এরমধ্যে কুপি নিচে পড়ে গিয়ে পাটখড়ি ও ঘরের চালায় আগুন লাগে। ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেই চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকেন। পরে স্থানীয় ৯৯৯ মাধ্যমে খবর দেয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস আসার আগেই গ্রামবাসী আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু আগুনের লেলিহান শিখায় কয়েক মিনিটের মধ্যে চালাঘর ও আসবাবপত্র ও রিক্সা ভ্যান কেনার নগদ ৭ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। 

হারাগাছ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা গোলজার হোসেন বলেন, ৯৯৯ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌছার আগে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তত¶ণে ওই দিনমজুরের অনেক ক্ষতি হয়ে গেছে। 

বৃহস্পতিবার দুপুরে এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন বলেন, অগ্নিকান্ডের ঘটনাটি এই মাত্র জানতে পারলাম। ক্ষতিগ্রস্থ পরিবারটি আবেদন করলে সরকারিভাবে সহায়তা করা হব। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত