কাউনিয়ায় আইন শৃংখলার অবনতি, সানাই মোড়ে দোকান চুরি

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১৮:৫৬ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ১২:০৭

 কাউনিয়া উপজেলায় বেশ কিছু দিন থেকে আইন শৃংখলার অবনতি ঘটেছে। উপজেলার প্রায় প্রতিটি গ্রামে চুরির ঘটনা ঘটছে। মলম পাটির দৌরত্ব ও পকেটমারের উৎপাত বেরেছে। প্রায়ই বিভিন্ন বাজারে দোকান চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন নির্বিকার। শনিবার রাতে উপজেলার সানাই মোড় বাজারে সিফাত টেলিকম দোকান থেকে ১ লাখ ১৫ হাজার টাকা চুরি যায়। এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে সিফাত টেলিকম দোকান এর মালিক মোঃ আঃ হাকিম।

লিখিত অভিযোগে যানাগেছে, নিজপাড়া গ্রামের মৃত ময়নুল হোসেন এর পুত্র মোঃ আব্দুল হাকিম সানাই মোড় বাজারে সিফাত টেলিকম মোবাইল ব্যাংকিং ও ইলেট্রিক মালামাল বিক্রির দোকান শনিবার রাতে ক্যাশের ড্রায়ারে ১ লাখ ১৫ হাজার টাকা রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পরদিন রবিবার সকালে দোকানে এসে দেখে তার ক্যাশের ড্রায়ারের তালার ঘাট বাকা করা এবং ক্যাশে রাখা ১ লাখ ১৫ হাজার টাকা নাই। চোর সুকৌশলে দোকানে ঢুকে ড্রায়ার থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। সানাই মোড়ে কয়েকদিন আগে দিনে দুপুরে দোকান চুরির ঘটনা ঘটে। বাসে উঠতে গিয়ে পল্লীবিদ্যুতের ডিজিএম এর মোবাইলটি খোয়া যায়। কাউনিয়া জংশন স্টেশনে প্রায়ই মলম পাটির ক্ষপরে পড়ে সবকিছু হারাচ্ছে যাত্রীরা। বেশ কিছু দিন থেকে কাউনিয়ায় চুরি, চিনতাই, মলম পাটি, পকেটমারের উৎপাত বৃদ্ধি পেলেও পুলিশ প্রশাসন নির্বিকার। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত