কাউনিয়ায় অটোর ধাক্কায় গৃহবধুর মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০১

কাউনিয়ায় ব্যাটারীচালিত অটোর ধাক্কায় সালেহা বেগম (২৮) নামের গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার হারাগাছ পৌর সভার ঠাকুরদাশ টসার বাজারের কাছে।
  
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ পৌর সভার ঠাকুরদাশ গ্রামের মোঃ লাবলু মিয়ার স্ত্রী সালেহা বেগম (২৮) বাড়ির সামনে হারাগাছ -মীরবাগ রোড পার হওয়ার সময় দ্রুতগামীর ব্যাটারী চালিত অটো ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মৃত্যু কোলে ঢলে পড়েন। হারাগাছ মেট্রো থানার পরিদর্শক (ওসি) মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত