কাউনিয়ার হারাগাছ পল্লীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর নেই
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২২ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৭
হারাগাছ পল্লীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি মঙ্গলবার ভোর ৩ টা ৩৫ মিনিটে স্কুল সংলগ্ন ভাড়া বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। এর আগে তিনি ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ কন্যা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১১ টায় পল্লীমারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাযা এবং তার গ্রামের বাড়ী সুন্দরগঞ্জের বামনডাঙ্গার ধনিটারী গ্রামে বিকাল ৪টায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও কাউনিয়া উপজেলা মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক ও সহকারী সুপার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, প্রত্যাশার আলো পত্রিকা পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত