কাউনিয়ার মাদ্রাসা ছাত্রের ঢাকায় ডায়রিয়ায় মৃত্যু
প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১৭:৪৪ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৪:১১
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ একতা গ্রামের বাসিন্দা মাদ্রাসা ছাত্র রবিউল ইসলাম রুবেল (১৪) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, রবিউল ইসলাম রুবেল করোনা কালীন সময়ে দীর্ঘদিন ধরে মাদ্রাসা বন্ধ থাকায় ঢাকার মহাখালীতে একটি গার্মেন্টস কোম্পানিতে অস্থায়ী ভিত্তিতে কাজ করতো। শুক্রবার সকালে তার পাতলা পায়খানা (ডায়রিয়া) শুরু হলে তার সহকর্মী ও আত্মীয় স্বজন ঢাকা মহাখালী কলেরা হাসপাতালে সাড়ে বারোটার দিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। রবিউল ইসলাম রুবেল উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ একতা গ্রামের হায়দার আলীর পুত্র। সে ধুমেরকুটি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল। পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত