কাউনিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১৫:১২ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪

কাউনিয়া উপজেলার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 

প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহকারী শিক্ষক মাওলানা আলমগীর হোসেন, আশরাফুল আলম, শিক্ষার্থী মোঃ রেজাউল করিম, হাওয়া মনি, রাদিয়াদুল জান্নাত, খাদিজা আক্তার, মনিরুজ্জামান প্রমূখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মৃতি চারণ করে বক্তব্যে দেন ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করণ সহ তাদের আশু আরোগ্য কামনা করেন। এছাড়াও এ উপজেলায় প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত