কাউনিয়ার টেপামধুপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ !

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ১৯:০৬ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:১৬

কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের হরপের তেপতি এলাকায় এক মাদ্রাসা থেকে মোঃ আবিদ হাসান আদিয়াত (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র ২দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সোমবার নিখোঁজ ছাত্রের বাবা মোঃ আক্তারুজ্জামান বাদী হয়ে কাউনিয়া থানায় একটি জিডি করেন। 

জানাগেছে গত শনিবার সকালে টেপামধুপুর এলাকার তাইফিজুল কুরআন মডেল মাদ্রাসা থেকে নিখোঁজ হয় ওই ছাত্র। নিখোঁজ আবিদ হাসান আদিয়াত টেপামধুপুর ইউনিয়নে তার নানার বাড়ি সলগ্ন ওই মাদ্রাসার আবাসিকে থাকতো। নিখোঁজ ছাত্রের বাবা মোঃ আক্তারুজ্জামান জানান, শনিবার সকালে মাদ্রাসায় নাস্তার বিরতির পর বাইরে বের হওয়ার পর আর মাদ্রাসায় ফিরে আসেনি আবিদ হাসান। এমতাবস্তায় মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম আমার শশুরের সাথে যোগাযোগ করে জানান, তার নাতিকে পাওয়া যাচ্ছে না। আমরা খবর পেয়ে মাদ্রাসা গিয়ে দেখি আমার ছেলে নেই। সে বাড়িতেও ফিরে আসেনি। আত্মীয় স্বজনের বাড়ি ও আশপাশের সব এলাকায় খোঁজ নেয়া হয়েছে। তার কোনো সন্ধান না পেয়ে কাউনিয়া থানায় জিডি করেছি। এবিষয়ে তাইফিজুল কুরআন মডেল মাদ্রাসা সুপার মাওলানা নুরুল ইসলাম বলেন, গত ২ এপ্রিল সকালের নাস্তার বিরতির পর মাদ্রাসা থেকে বের হলে সে আর মাদ্রাসায় আসেনি। তারপর থেকে নিখোঁজ হয় আবিদ হাসান। আমরা খোঁজাখুঁজি করে না পেয়ে তার নানা কে নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়েছি। 

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, এ ঘটনায় ওই ছাত্রের বাবা থানায় একটি জিডি করেছেন। জিডি নং ১৬৮, তাং ০৪-০৪-২৩ আমরা ওই ছাত্রকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রেখেছি। কেউ তার সন্ধান পেলে ০১৭১৮৯১০৮৩৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত