করোনা ভাইরাসের বিস্তার রোধে বাগেরেহাটে সপ্তাহব্যাপি মাইকিং

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ১৮:৩৭ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:২৪

বাগেরহাটে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের বিস্তাররোধে জনসচেতনা সৃষ্টিতে মাইকিং শুরু হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা প্রশসাকের কার্যালয় চত্বর থেকে এই সচেতনতামূলক কার্য্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল ইসলাম, রূপান্তরের ক্রেইন প্রকল্পের সমন্ময়কারী খালেদা হেসেন মুন, এ্যাডভোকেসি সমন্ময়কারী তসলিম আহম্মেদ টংকর, প্রকল্পের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু, ফিল্ড অফিসার মোঃআল-ইমরান মুন্না,  শিল্পি রানী ডাকুয়া প্রমুখ।

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন  উদ্যোগ’ নামক প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলা, বাগেরহাট পৌরসভা, মোংলা উপজেলা, মোংলা পৌরসভা এবংশরনখোলা উপজেলায় প্রচার প্রচারণা চালানো হবে। সপ্তাহব্যাপি চলবে এই সচেতনতামূলক মাইকিং। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নাধিন এই প্রকল্পটি করোনায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি, বিদ্যমান পরিস্থিতির সাথে খাপখাওয়ানো ও জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত