করোনামুক্ত হলেন অসীম-অপু উকিল দম্পতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ২১:২০ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:১৬

করোনামুক্ত হয়েছেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। 

একই সঙ্গে বাসায় ফিরেছেন তারা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে অপু উকিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ায় এবং আগের চেয়ে কিছুটা সুস্থবোধ করায় বাসায় ফিরে এসেছি। আমরা শতভাগ বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তার অসীম দয়া, আপনাদের সবার ভালোবাসা, দোয়া আশীর্বাদ এবং চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের পরিচর্যায় আমরা সুস্থ হতে পেরেছি। সবার প্রতি আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী।

৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন অসীম কুমার উকিল। ১০ এপ্রিল করোনা পজিটিভ আসে অধ্যাপিকা অপু উকিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত