কণ্ঠশিল্পী কবীর সুমন হাসপাতালে ভর্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২১, ১৫:০০ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:৫০

গুরুতর অসুস্থ পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী কবীর সুমন। সোমবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বয়সজনিত কারণে মাঝেমধ্যেই সুমনের শারীরিক সমস্যা দেখা যাচ্ছিল। এ বার হাসপাতালে ভর্তি হতে হলো ৭২ বছর বয়সী এই শিল্পীকে। 

শ্বাসকষ্টের সঙ্গে জ্বর রয়েছে কবীর সুমনের। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি তিনি । অন্যান্য কিছু সমস্যাও রয়েছে তার।

হাসপাতাল সূত্রে খবর, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। এই মুহূর্তে অক্সিজেন দিতে হচ্ছে তাকে। তার কোভিড পরীক্ষাও করা হয়েছে। যদিও এখনও রিপোর্ট আসেনি। এ ছাড়া তার বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত