কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের নাম পাল্টে হলো ‘বঙ্গবন্ধু বিচ’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৩ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের নাম পরিবর্তন করে নতুন নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বিচ’। সেই সঙ্গে সৈকতের ‘মুক্তিযোদ্ধা বিচ’ নামে নতুন আরেকটি সৈকতের নামকরণ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়।

রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা ও কলাতলির মাঝে খালি জায়গায় বীর ‘মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করা হলো। একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই নামকরণ করা হয়।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত