কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে নারী-যুবক নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১১:৪২ |  আপডেট  : ৪ মে ২০২৫, ১৬:০০

কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ও টেকনাফের হ্নীলায় পৃথক ঘটনায় প্রতিপক্ষের গুলিতে এক নারী ও যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান। তিনি বলেন, রোববার (১১ এপ্রিল) রাত আড়াইটার দিকে পেকুয়ার বারবাকিয়া বোদামাঝির ঘোনা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামুন নামে এক যুবকের গুলিতে গৃহবধূ সেলিনা আক্তার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কলেজছাত্র নাজমুর সাকিব ও সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। 

এদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নুরালি পাড়ায় রোববার রাত ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খালেক বাহিনীর গুলিতে ইমাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত