ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১১:০৩ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৬, ২২:০৩

ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সকালে মাস্কাটের ঘোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন কুমিল্লা এবং দুজন কক্সবাজারের বাসিন্দা বলে জানা গেছে।

নিহতদের মধ্যে কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার এবং রামু উপজেলার লোকমান হাকিমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রতিবেশীরা জানান, কাজ শেষে একটি গাড়িতে করে বাড়ি ফেরার পথে তাদের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ বর্তমানে কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত