ওডেসার শস্যগুদাম লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৩৬
ওডেসা অঞ্চল ঘিরে রাশিয়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির বিমান বাহিনী বলছে, হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোনের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে মস্কো।
টেলিগ্রাম অ্যাপে বাহিনীটি জানায়, ওডেসার শস্যগুদাম লক্ষ্য করে ৬টি ড্রোনের পাশাপাশি ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী ৬টি ড্রোন ও ৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একটি ক্ষেপণাস্ত্র একটি শস্যগুদামে আঘাত হেনেছে।
এদিকে রাশিয়ার ওরিওলে ইউক্রেনের একটি ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছেন অঞ্চলটির গভর্নর আন্দ্রেই ক্লিচকভ।
তিনি বলেন, ‘ইউক্রেনীয় একটি ড্রোন দক্ষিণ-পশ্চিম রাশিয়ায় একটি তেল ডিপোতে আঘাত হেনেছে। এতে জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে গেলেও পরে তা নিভে যায়। এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’
সূত্র: রয়টার্স
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত