"এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ" এর দ্বিতীয় জন্মোৎসব পালন
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ১৯:৪৮ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:০৯
গতকাল শুক্রবার দেশব্যাপি ' এসএসসি ১৯৮৬ ব্যাচ বাংলাদেশ’ এর ২য় জন্মোৎসব পালিত হয়েছে। সারাদেশে প্রায় ৭০ টা জোনে এই জন্মোৎসব পালন করা হয়।
এ-উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জোনের ঢাকার ফকিরাপুলস্থ অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যায় আলোচনা সভা, করোনায় আক্রান্ত ও অসুস্থ বন্ধুদের রোগমুক্তির জন্য দোয়া এবং কেক কেটে জন্মোৎসব পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জোনের ‘৮৬ ব্যাচের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল হালিম, ক্যাপলান ওভারসীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হেদায়েতুল ইসলাম (রাজু), লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খান সাজু, সুইজারল্যান্ড প্রবাসী মোহাম্মদ অপু, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাৎ হোসেন জিল্লু, মোঃ বিল্লাল হোসেন, মোঃ জামাল হোসেন, মোঃ শান্ত শিকদার, মোঃ আবুল বাশার, মোঃ শাখাওয়াত হোসেন, মোহাম্মদ বাবুল, ও গ্রামনগর বার্তার বার্তা সম্পাদক কাজী আরিফ।
এছাড়া অতিথি বন্ধু হিসেবে উপস্থিত ছিলেন ড. এ এস এম ইকবাল হোসাইন ও আক্তার হোসেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত