এবার নাসিরুদ্দিন শাহর হাসপাতালে ভর্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ জুলাই ২০২১, ১১:২১ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩

দিলীপ কুমারের পর বলিউডের আরেক অভিনেতা নাসিরুদ্দিন শাহর হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানা গেল। দুই দিন আগে তাঁকে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭০ বছর বয়সী এ অভিনেতার নিউমোনিয়া হয়েছে।

আগে একাধিকবার নাসিরুদ্দিন শাহর অসুস্থতার মিথ্যা গুজব রটানো হয়েছিল। কিন্তু এবার মুম্বাইয়ের একটি প্রথম সারির ইংরেজি দৈনিক নাসিরুদ্দিন শাহর অসুস্থতার খবর নিশ্চিত করেছে।

নাসিরুদ্দিন শাহর ব্যবস্থাপক দৈনিক পত্রিকাটিকে জানিয়েছেন, ‘উনি দুই দিন ধরে হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের একটি দল তাঁর দেখভাল করছে। ফুসফুসে সংক্রমণ থাকায় হাসপাতালে ভর্তি করা জরুরি ছিল। ওনার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসায় উনি সাড়া দিচ্ছেন।’ নাসিরুদ্দিন শাহর স্ত্রী রত্না পাঠক শাহ আর সন্তানেরা হাসপাতালে আছেন।

১৯৭৫ সালে ‘নিশান্ত’ ছবির মাধ্যমে নাসিরুদ্দিন শাহর বলিউডে অভিষেক হয়েছিল। শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। 

শেষ তাঁকে পর্দায় দেখা গেছে বাবা আজমির ‘মি রাকশম’ ছবিতে। ওয়েব সিরিজ ‘বন্দিশ ব্যান্ডিটস’–এ অভিনয় করেছেন এই অভিনেতা। ১৯৮৭ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ২০০৩ সালে নাসিরুদ্দিন শাহ ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পেয়েছিলেন। এ ছাড়া তিনবার তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত