এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টিও সিরিজ জিতলো নিউজিল্যান্ড
প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ১৬:২৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭
এক ম্যাচ হাতে রেখে তিন টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এর আগে তিন ওয়ানডে সিরিজেও বাংলাদেশকে হোয়াইওয়াশ করে কিউইরা।
নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনও জয়ের মুখ দেখেনি টাইগাররা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ রানে হেরে আরেকটি পরাজয়ের সংখ্যা বাড়িয় নিল বাংলাদেশ। এই নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৩১ ম্যাচে হারলো টাইগাররা।
কিউইদের দেওয়া ১৭১ রানের লক্ষ্যের জবাবে বাংলাদেশ ১৬ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে বাংলাদেশ। দুই দফায় বৃষ্টি হানা দেওয়ায় ব্ল্যাক ক্যাপদের ইনিংস ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান থাকতে শেষ ঘোষণা করেন মাঠের আম্পায়াররা।
তবে ডি/এল মেথডে বাংলাদেশের সামনে প্রথমে ১৬ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৪৮। কিন্তু বাংলাদেশের ইনিংসে ১.৩ ওভার খেলা হলে ম্যাচ অফিসিয়ালরা আবারও পর্যালোচনা করে নতুন লক্ষ্য ১৭০ নির্ধারণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত