এক দিন পরই করোনা নেগেটিভ খালেদ মাহমুদ
প্রকাশ: ২৩ মে ২০২১, ০৯:০৮ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:১২
করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার মাত্র এক দিনের মাথায় করোনা নেগেটিভ অর্থাৎ করোনা ভাইরাস মুক্ত হিসেবে শনাক্ত হলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।
শনিবার সকালে শেরে বাংলায় টাইগারদের অনুশীলনের মাঝামাঝি সময় শোনা যায় খালেদ মাহমুদ সুজনের কোভিড-১৯ পজিটিভ এর খবর। দুপুর গড়ানোর পরও মিডিয়ার ফোনও ধরেননি সুজন। হয়তো নিজের ভেতরেই হতাশা অনুভব করছিলেন তিনি।
অবশেষে রাত ৯ টার দিকে করোনার সর্বশেষ রিপোর্ট নেগেটিভ আসার পর আবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। শনিবার রাত সোয়া ১০ টার দিকে গণমাধ্যমরে সাথে মুঠোফোন আলাপে সুজন জানান, অবশেষে নেগিটিভ রিপোর্ট এসেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত