একদা পূর্ণিমা রজনীতে
প্রকাশ: ২৮ জুন ২০২১, ১২:৫৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪
নীল আকাশের নিচে চলেছি একা
পূর্ণিমা রজনী চারিদিকে জোছনার ধারা
আকাশে ঝলমল করিছে দু'একটি তারা
বনের মাঝে গুঞ্জন করিছে ঝিঁঝি পোকা।
দুরের পল্লীবাটে জ্বলিছে প্রদীপের আলো
চাঁদের জোছনায় তা প্রায় ম্রিয়মান
শিয়াল হাঁকিছে বারে বারে কান্নার সমান
গহীন অরণ্যে জোনাকি করিছে ঝলমল।
অরণ্যের গাছপালা নিরবে দন্ডায়মান
সব নিস্তব্ধ হয়ে যেন ঘুমিয়ে আছে
কারো কোন সারা শব্দ নেই পাশে
সবাই করিছে ঘুমের রাজ্যে অবস্থান।
শশী ঢালিছে আলো ঘুমন্ত পুরীর গাঁয়
মধুর আবেশে চেয়ে আছে তাদের পানে
মৃদু হাসি হাসছে যেন ঘুমন্ত পুরীর সনে
হাসিটুকু ছড়িয়ে গেল যেন মৃদু হাওয়ায়।
কাননের কুসুমকলি মিতালী করিছে বুঝি
চাঁদের সনে বন্ধুত্ব করি আরো নিবিড়
ঢালিছে সৌরভ দোলা দিচ্ছে সমীর
পুলকিত মনে কমল চেয়ে আছে আজি।
দখিনা হাওয়ার পরশে জাগিল কম্পন
দোলা দিল হৃদয় পুলকিত হলো বদন
পূর্ণিমা চাঁদ মোরে করিছে অবলোকন
ঢালিছে রাশি রাশি আলোক রঞ্জন।
কুসুম সৌরভ আসিছে সমীরে বহিয়া
হাস্নাহেনার সুগন্ধে উতলা হলো প্রাণ
হৃদয় উঠিছে নাচি বেজে উঠিছে তান
গাহিছে হৃদয়তন্ত্রী আজি রহিয়া রহিয়া।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত