একটা-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই: কাদের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১২:৩৭ |  আপডেট  : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৪

বিএনপির হত্যা ও গুমের রাজনীতি নির্মূল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত রয়েছে। এই লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ‘একটা-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন। সংবিধান মেনেই নির্বাচন হবে। একটা-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই। নির্বাচন অগ্রহণযোগ্য হবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জিয়াউর রহমানের বিএনপির হত্যার রাজনীতি এখনও শেষ হয়নি। সেই হত্যার রাজনীতি বাংলার মাটি থেকে নির্মূল করতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত আছে। শেখ রাসেলের মতো শিশুদের জন্য দেশকে সম্পূর্ণ নিরাপদ করে না তোলা পর্যন্ত আমাদের লড়াই চলবে।’

এর আগে সকাল সাতটার দিকে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। নিহত পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত