" একজন প্রেমিকাকে "- গোলাম কবির

  গোলাম কবির

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১১:৫৭ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৪

" একজন প্রেমিকাকে "
।। গোলাম কবির ।। 


 তীব্র গরমে হঠাৎ করেই 
 একপশলা বৃষ্টিতে 
 যেমন শীতল হয় প্রাণ, 
 তোমার একটুখানি 
 হাসির শব্দে তেমনি 
 জুড়ায় আমার প্রাণ। 

 তুমি আসো আমার স্বপ্নের ভিতরে 
 হাওয়া ভরা পাল তোলা নৌকার মতো, 
 কখনো আসো চৈত্রের উত্তপ্ত দুপুরে 
 তৃষ্ণায় একফোঁটা আঁজলা ভরা জল হয়ে! 

 কখনো আবার সেই তুমি আমাকে 
 ভীষণ নির্দয়তায় কথার তীব্র বাণে 
 ফালা ফালা করে ফেল হৃদয়ের 
 ক্ষরণকে তুড়ি মেরে উপেক্ষা করে!

 তুমি এমন কেনো? 
 কখনো ঘন ঘোর মেঘের মতো 
 থমথমে, কখনো ভীষণ উচ্ছল চঞ্চল 
 কোনো পাহাড়ি নদীর মতো, 
 কখনো জুবুথুবু শীতের সকালে  
 কাঙ্ক্ষিত উষ্ণতা, কখনো আবার 
 সেই তুমিই কী এক 
 অদ্ভুত সুন্দর কবিতার মতো! 

 তুমি এমন কেনো? 
 তোমার এতো রূপ দেখে 
 আমি কখনো ভড়কে যাই ভীষণ! 
 কখনো আমার মন দারুণ আনন্দে 
 বাদল দিনের ময়ুরের মতো নাচে! 
 কখনো আবার কষ্ট পেয়ে চুপসে যাই! 
 তুমি এমন কেনো?
 তুমি এমন কেনো?

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত