উপমহাদেশে আবেগের আরেক নাম ম্যারাডোনা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১৩:২৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১১
উপমাহাদেশে আবেগের আরেক নাম আর্জেন্টিনা এবং ব্রাজিল ফুটবল উন্মাদনা। দলে দলে তরুন থকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মজার খুনসুটিতে মেতে উঠে। কিন্তু একজন ব্যাক্তি যার জন্য বিশ্ব উন্মাদ। যাকে দলবল নির্বিশেষে ভালবাসে। তিনি দিয়েগো আর্মান্দো মারাদোনা[৩০ অক্টোবর ১৯৬০ – ২৫ নভেম্বর ২০২০]।
দিয়েগো আর্মান্দো মারাদোনা আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। ভক্তদের কাছে এল পিবে দে অরো (সোনালী বালক)[৮] ডাকনামে পরিচিত মারাদোনা তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আর্জেন্তিনোস জুনিয়র্স এবং নাপোলির হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমনভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। বহু ফুটবল খেলোয়াড় এবং বিশেষজ্ঞ তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন। আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা, ৯০ বিশ্বকাপের ফাইনালো তোলা সহ মারাদোনার মহিমার তালিকা বেশ দীর্ঘ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত