উত্তর গোমদণ্ডীতে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

  মোঃ ইউনুস 

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১২:৫৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২

চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর গোমদণ্ডি সরিকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৫ই নভেম্বর ২০২৪, শুক্রবার রাত ৯.০০ ঘটিকায় কোপা বোয়ালখালী আন্ডার ১৫ অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উত্তর গোমদণ্ডী জাগরণী স্পোর্টিং ক্লাব উদ্ভোধন উপলক্ষ্যে ইউ.টি.জি স্পোর্টিং ক্লাব এর যৌথ উদ্যেগে অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্ট এর সিজন - ১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বোয়ালখালী পৌরসভা যুবদলের সদস্যসচিব জনাব মোঃ ইব্রাহীম চৌধুরী মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নুরুল কাদের চৌধুরী, মাঠ পরিচালনায় এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপি নেতা, ক্রীড়া সংগঠক কফিল উদ্দিন চৌধুরী।

উত্তর গোমদণ্ডী জাগরণী স্পোর্টিং ক্লাব উদ্ভোধন উপলক্ষ্যে ইউ.টি.জি স্পোর্টিং ক্লাব এর যৌথ উদ্যেগে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এক মহা উৎসবের উপলক্ষ্য হিসেবে বিবেচিত হয়েছে।

খেলার মাঠে ফুটবল প্রেমীদের ভিড় জমাতে শুরু করে এবং স্থানীয় ক্রীড়া অঙ্গনের ব্যক্তিবর্গ উৎসাহে মুখরিত হয়। ফুটবলের প্রতি গভীর ভালোবাসা এবং গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট যুবসমাজের কাছে শুধু একটি খেলা নয়, বরং একতা, বন্ধুত্ব এবং সততার প্রতীক হিসেবে কাজ করবে বলে আশা করেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত