উত্তরায় বিদেশি মদ-চোরাই পণ্যসহ দুজন আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১১:৫০ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:৫৯

রাজধানীর উত্তরা থেকে বিদেশি মদ ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালসহ দুই মাদক কারবারি ও চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন [র‌্যাব]। এসময় মাদক ও চোরাই মাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক [মিডিয়া অফিসার] সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, সোমবার [২৭ মার্চ] সন্ধ্যায় র‌্যাব-১ এর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরা পূর্ব থানার কসাইবাড়ী রেলগেট সংলগ্ন এবিপিএন এর গেটের সামনে মাদকের চালান আসছে। ওই খবরে সেখানে অভিযান পরিচালনা করে সুজন মিয়া [৩২] ও আরিয়ান ওরফে হৃদয় [১৯] নামে দুজনকে আটক করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত