উখিয়া ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১৪:২৩ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ‍ও গুলিসহ সন্ত্রাসী নবী হোসেন বাহিনীর ৫ সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২৭ এপ্রিল) রাত ১টা ৩০ মিনিটের সময় উখিয়া ৪নং ক্যাম্পের ইরানি পাহাড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মোহাম্মদ জোবায়ের (২২), দিল মোহাম্মদ (২২), মোহাম্মদ খলিল (৩৪), মোহাম্মদ ইদ্রিস (২৮) ও মোহাম্মদুল্লাহ (২৫)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ইরানি পাহাড় ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় রোহিঙ্গা সন্ত্রসী নবী বাহিনীর ৫ সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫টি পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ১৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি ও ২টি শর্টগান জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেছে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত