উখিয়া ও টেকনাফ সীমান্তে মর্টার শেল ও গুলির শব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪ |  আপডেট  : ১৮ মে ২০২৪, ১৪:০৮

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার ওপারে মিয়ানমার সীমান্তে দুই দিন পরে আবারও থেমে থেমে মর্টার শেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। গতকাল রোববার রাত ১০টা থেকে আজ সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন উখিয়ার পালংখালী এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা ও সাবরাং ইউনিয়নের বাসিন্দারা।

পালংখালী, হোয়াইক্যং, হ্নীলা ও সাবরাং ইউনিয়নের নাফ নদীর বিপরীতে মিয়ানমার সীমান্ত। গত দুই দিন শনি ও রোববার এই সীমান্তে কোনো ধরনের শব্দ শোনা যায়নি। গতকাল রাত থেকে আবারও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন, হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, হ্ণীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ও সাবরাং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম।

কক্সবাজার ও বান্দরবান সীমান্তে গত বছর থেকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) লড়াই চলছে। সীমান্ত এলাকার বাসিন্দারা এর সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছেন; যদিও গোলাগুলি হলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত