ঈদের দিন তিস্তা সেতুতে বিনোদন প্রেমী মানুষের উপচে পড়া ভীড়

  র্সাওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ৪ মে ২০২২, ০৯:৩৭ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৯

কাউনিয়ার মানুষের ঈদ-পূজা সহ বিভিন্ন উৎসবে বিনোদনের তেমন কোন জায়গা না থাকায় তিস্তা রেল ও সড়ক সেতু কে বিনোদনের একমাত্র জায়গা হিসেবে বেছে নিয়েছে বিনোদন প্রেমী মানুষেরা। মুসলমান সম্প্রদায়ের দুই ঈদ ও হিন্দু সম্প্রদায়ের দূর্গা পূঁজার সময় হাজার হাজার মানুষের ঢল নামে তিস্তা নদীর পাড়ে সেতু এলাকায়। তিস্তা পাড়ের নির্মল হাওয়া, নৌকা বাইচ ও নৌকা ভ্রমন আনন্দ প্রিয় মানুষ কে ক্ষনিকের জন্য হলেও অন্য জগতে নিয়ে যায়। কেউ কেউ ডিঙ্গি নৌকা ভাড়া করে তিস্তা নদীর এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুড়ে বেড়ায়। 

তিস্তা সেতুর উত্তর প্রান্তে শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে তিস্তা পার্ক। পার্কের নাগর দোলা,ট্রেনসহ সহ বেশ কয়েকটি শিশু খেলার সামগ্রীতে উঠে শিশুরা বিনোদনে মেতে উঠে। কিন্তু দক্ষিনে অর্থাৎ কাউনিয়া প্রান্তে শিশুদের জন্য এ ধরেনের কোন ব্যবস্থা না থাকায় শিশুদের শুধু সেতুর উপর হাটা চলা করে মলিন মুখে বাড়ী ফিড়তে হয়। তিস্তা সড়ক সেতুতে হাজার হাজার মানুষের ঢল নামায়ে প্রায় ১ঘন্টা জানজটে চলে। পরে পুলিশ এসে যোগাযোগ কিছুটা সাভাবিক করে। তিস্তা সেতু পাড়ে ঘুড়তে আসা বিনোদন প্রেমী রাশেদুল, শাহনেওয়াজ জানান, তিস্তা সেতুর দুই প্রান্তে রেল ও সড়ক জনপদের সরকারী অনেক জায়গা রয়েছে এটিকে পর্যটন শিল্পের আওতায় এনে পিকনিক স্পট সহ বিনোদন পার্ক গড়ে তোলা হলে সরকারের যেমন রাজস্ব আয় হতো তেমনি এলাকার মানুষ নির্মল বিনোদন সুবিধা পেত। আনন্দের তেমন কিছু না থাকলেও ঈদের দিনে হাজার হাজার মানুষের পদভরে মুখরিত হয়ে ওঠে কাউনিয়ার তিস্তা সেতু এলাকা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত