বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এফ রহমান

ঈদের আগে বঙ্গবাজারে অস্থায়ী দোকান বসবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৩, ১৩:৪২ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২

কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদের আগে অস্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘এই জায়গা পরিষ্কার করে দিলে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে বসেও যদি ঈদের আগে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সেটিই ভালো। পুরোটা তো রিকভার করা যাবে না। কিছুটা যদি রিকভার করা যায়।’

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান

সালমান এফ রহমান বলেন, ‘যত দ্রুত সম্ভব এই পোড়াস্তূপ পরিষ্কার করে তাদের বসার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু এখানে কিছু আইনের ব্যাপার আছে। তাই আইনি প্রক্রিয় শেষ করার আগে এই জায়গা পরিষ্কার করা যাচ্ছে না। আমি এই বিষয়ে ফায়ার সার্ভিসের ডিজি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে কথা বলবো। আশা করছি আগামী তিন চারদিনের মধ্যে এটি পরিষ্কার হয়ে যাবে।’

ব্যবসায়ীদের কয়কেদিনের মধ্যে ক্ষতিপূরণও দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মালিক সমিতিকে দুটি তালিকা করতে বলেছি। একটি ক্ষতিগ্রস্ত মালিকদের এবং আরেকটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আগামী রবিবারের মধ্যে এই তালিকা হয়ে যাবে। এই তালিকা প্রয়োজন। কারণ কাকে আমরা ক্ষতিপূরণ দেবো, কতটুকু সাহায্য করবো এটা জানার জন্য।’

তিনি আরও বলেন, ‘অনেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে চাচ্ছেন। এজন্য আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতিকে বলেছি, ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক সমিতির সঙ্গে এটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে। অ্যাকাউন্ট করা হলে সেটির নম্বর আমরা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে দেবো। পাশাপাশি নগদ ও বিকাশ নম্বরও করে দেওয়া হবে। যাতে সহায়তাকারী সেসব নম্বর ও অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন।’

আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে দোকান পরিচালনার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আমাকে কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছেন, আগামীকাল (শুক্রবার) এই জায়গা পরিষ্কার করে ফেলা হবে। পরশু থেকে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে ব্যবসা শুরু করতে পারবেন। তবে শুধুমাত্র যারা এখানকার প্রকৃত ব্যবসায়ী তারাই এখানে বসার সুযোগ পাবেন। নতুন করে অন্য কাউকে বসতে দেওয়া হবে না।'

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত