ইসরায়েলের দাবি. গাজার হাসপাতাল চত্বরে প্রচুর অস্ত্র উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১০:৩৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০১

দুই দিন ধরে আল-শিফা হাসপাতালে হামলা করে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)-এর দাবি, হাসপাতাল চত্বর থেকে প্রচুর অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। তাদের দাবি, হাসপাতাল চত্বরে রাখা একটি গাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। তাছাড়া একটি টানেলেও অস্ত্র পেয়েছে ইসরায়েলের সেনা।ডয়চে ভেলে

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলের সেনা এবার দ্বিতীয় পর্যায়ের আক্রমণে যাবে। তবে এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি শুধু বলেছেন, সেনা নিখুঁত লক্ষ্যে আঘাত করছে।

ইসরায়েলের সেনা জানিয়েছে, হাসপাতাল চত্বরের কাছের একটি বাড়ি থেকে তারা একজন ইসরয়েলি পণবন্দির দেহ উদ্ধার করেছে। গত ৭ অক্টোবর হামাস ওই ইসরায়েলি নারীকে অপহরণ করেছিল। ওই নারীর বয়স হয়েছিল ৬৫ বছর।ওই বাড়ি থেকে কালাশনিকভ রাইফেল-সহ বশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে সেনার দাবি।

গাজায় জর্ডনের একটি ফিল্ড হাসপাতালের উপর আক্রমণ হওয়ায় অ্যামেরিকা খুবই উদ্বিগ্ন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই ফিল্ড হাসপাতালের উপর বিমান হামলায় ছয়জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় অ্যামেরিকা গভীরভাবে উদ্বিগ্ন।

গত বুধবার এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় উদ্বেগের কথা জানালেও অ্যামেরিকা এর নিন্দা করেনি, কারা এই আক্রমণের পিছনে তাও জানায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ''জর্ডন এই ফিল্ড হাসপাতালে অসাধারণ সেবামূলক কাজ করছিল। আমরা চাই না, কোনো হাসপাতালের উপর বিমান-হামলা হোক।''

হোয়াইট হাউসের নিরাপত্তা বিষয়ক পরামরশদাতা সুলিভান বলেছেন, ''জর্ডন হলো অ্যামেরিকার বন্ধু ও সহযোগী দেশ। তারা গাজায় চিকিৎসার ব্যবস্থা করেছে। তাদের এই ভূমিকায় কোনো বাধা আসা উচিত নয়।''

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত