ইরানি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের বিরল ফোনালাপ 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১৩:৫২ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১২

রানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল বুধবার টেলিফোনে ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে আলোচনা করেছেন। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর দিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছর আগে চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া শুরুর পর এই প্রথম এই ধরনের টেলিফোন আলাপের কথা প্রকাশ্যে জানা গেল।

ইরানের গণমাধ্যম বলেছেন, প্রেসিডেন্ট রাইসি ও যুবরাজ মোহাম্মদ ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধের প্রয়োজনীয়তা’ নিয়ে আলোচনা করেছেন।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, সৌদি যুবরাজ নিশ্চিত করেছেন যে, ‘বর্তমান উত্তেজনা নিরসন করতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সব পক্ষের সঙ্গে সব রকমের যোগাযোগ করছে সৌদি আরব’।

গত শনিবার গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পাল্টা জবাবে গাজাতে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। এখন পর্যন্ত সংঘর্ষে উভয় পক্ষে নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে কয়েক হাজার।

ই 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত