ইমরান খানকে গ্রেফতার না করে পিছু হটছে পুলিশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১৬:৪৫ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:১১

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী দলীয় নেতা ইমরান খানকে গ্রেফতার না করেই পিছু হটছে পুলিশ। মঙ্গলবার থেকে ইমরানকে গ্রেফতারের জন্য লাহোরে তার বাসভবন জামান পার্ক ঘিরে অবস্থান নিয়েছিল পুলিশ। গতকাল থেকেই ইমরানের সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। তবে বুধবার দুপুরে তাকে গ্রেফতার না করেই পুলিশ সেখান থেকে চলে গেছে। পুলিশ ও র‍্যাঞ্জারদের পিছু হটার ঘটনায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এ খবর জানিয়েছে।

সূত্রকে উদ্ধৃত করে জিও টিভি বলেছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ৮ ক্রিকেট ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত পুলিশ ইমরান খানের বাসভবনের দিকে এগোবে না।

জামান পার্ক থেকে পুলিশ ও অপর নিরাপত্তা কর্মকর্তাদের চলে যেতে দেখা গেছে। পুলিশের পক্ষ থেকে ইমরানকে গ্রেফতারের চেষ্টা বাদ দেওয়া হয়েছে বলে স্পষ্ট করা হয়নি।

পুলিশ সদস্যরা চলে যাওয়ার পর পিটিআই প্রধানকে গ্যাস মাস্ক পরে বাড়ির সামনে সমর্থকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

মঙ্গলবার দিনে ও রাতভর ইমরানকে গ্রেফতারে ব্যর্থ হওয়ার পর বুধবার সকালে বিপুল সংখ্যক পাঞ্জাব র‍্যাঞ্জার সদস্য হাজির হয় জামান পার্কে। এর আগে পিটিআই সমর্থকদের টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে বাসভবনে পৌঁছায়।

সূত্র বলছে, পুলিশ ও নিরাপত্তাবাহিনীর এই পিছু হটা সাময়িক। আজকের পিএসএল খেলার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এখন পর্যন্ত ১০ পিটিআই কর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। অপর দিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, গতকাল থেকে চলমান সংঘর্ষে অন্তত ৫৪ জন পুলিশ সদস্য ও ৮ নাগরিক আহত হয়েছেন।

মঙ্গলবার রাতভর পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ রয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে, আর পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পিটিআই সমর্থকরা।

পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব দাবি করেছেন, জামান পার্কে মোতায়েন করা পুলিশ সদস্যরা সশস্ত্র ছিল না। তিনি অভিযোগ করেছেন, পিটিআই প্রধান ইমরান খান দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে দিতে চাইছেন। তার গ্রেফতারের সঙ্গে সরকারের কোনও যোগসূত্র নেই।

বুধবার টুইটারে এক বার্তায় ইমরান খান দাবি করেছেন, ‘স্পষ্টতই গ্রেফতারের দাবি নিছক একটি নাটক কেননা তাদের মূল উদ্দেশ্য হলো অপহরণ ও হত্যা। টিয়ার গ্যাস ও জলকামান চালানোর পরে তারা এখন সরাসরি গুলির আশ্রয় নিয়েছে। গতকাল সন্ধ্যায় আমি একটি মুচলেকা স্বাক্ষর করলেও পুলিশের উপমহাপরিদর্শক তা গ্রহণ করতে অস্বীকার করেন। তাদের নোংরা উদ্দেশ্য নিয়ে কোনও সন্দেহ নেই।’

মঙ্গলবার দশ দিনের ভেতরে দ্বিতীয়বার পুলিশ ইমরান খানকে গ্রেফতারে জামান পার্কে উপস্থিত হলো। সোমবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। ১৮ মার্চের মধ্যে তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। এর আগেও একবার পুলিশ তাকে গ্রেফতারে জামান পার্কে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার না করেই ফিরে যায় তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত