ইভিএম এ ভোট গ্রহন, সোনারায় ও নেপালতলী ইউপিতে নৌকার জয়

  আল আমিন মন্ডল (বগুড়া)

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ২১:২৪ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ২২:৪০

বগুড়ার গাবতলীতে ৬ষ্টধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারায় ও নেপালতলী ইউপিতে সোমবার (৩১শে জানুয়ারী২২) সকাল ৮টা থেকে বিকাল ৪টার পর্যন্ত ইভিএম এ মাধ্যমে ভোট গ্রহন অনুষ্টিত হয়। আইন-শৃক্সখলার বাহিনী কঠোর নিরাপত্তার কারণে এ ২ ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। 

সোনারায় ইউনিয়নে মোট ভোটার ২৩হাজার ৩৮জন। নেপালতলী ইউনিয়নে মোট ভোটার ২০হাজার ২শত ৮৫জন। সোনারায় ইউনিয়নে  চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত (নৌকা মার্কা) প্রার্থী মজিবুর রহমান আলতাব ৫হাজার ৬শত ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মাওঃ সাইফুল ইসলাম (চশমা মার্কা) পেয়েছেন ৫হাজার ৫শত ৪৪ভোট। 

নেপালতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত (নৌকা মার্কা) প্রার্থী শহিদুল ইসলাম বাবু ৭হাজার ৪৮ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী জুলফিকার হায়দার গামা (ঘোড়া মার্কা) ৫হাজার ৮শত ২৭ভোট পেয়েছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোঃ রুহুল আমীন। গাবতলী ইউএনও রওনক জাহান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন জানান, ইউপি নির্বাচনে এ দুই ইউনিয়নে সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত