ইতিহাস গড়লো ভারতের চন্দ্রযান-৩
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১৯:০৩ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫
চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম বারের মতো সফল সফট ল্যান্ডিং করে ইতিহাস গড়লো ভারত। চন্দ্রযান-৩ এর ল্যান্ডারটি সফলভাবে বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অতবরণ করেছে। এর আগে কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে পারেনি।
চাঁদের এই অঞ্চল সবসময় অন্ধকার এবং ছাঁয়াযুক্ত থাকায় বিজ্ঞানীরা এখানে পানির উৎস থাকতে পারে বলে জানিয়েছেন। এই অংশে মিশন পাঠানোর মূল উদ্দেশ্য ছিল পানির সন্ধান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবতরণ দেখার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে লাইভ স্ট্রিমে ইসরোর সঙ্গে যুক্ত হয়েছেন। বর্তমানে ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও চীনের নেতাদের সঙ্গে ব্রিকস রাজনৈতিক সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে রয়েছেন মোদি। চন্দ্র অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাফল্যের পর চতুর্থ দেশ হিসেবে তালিকায় নাম লিখিয়েছে ভারত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত