নবগঠিত আহবায় কমিটিকে অবৈধ ঘোষণা 

ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখার সংবাদ সম্মেলন

  জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৮ |  আপডেট  : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪

নবগঠিত  ইতালি আওয়ালীগের সভাপতি ও সাধারন সম্পাদকের গণসংবর্ধনা  অনুষ্ঠানে ভেনিস আওয়ামীলীগের  আহবায়ক কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে  সংবাদ সম্মেলন করেছেন ভেনিস আওয়ামীলীগ নেতৃবৃন্দ।গত রবিবার ভেনিসের মারঘেরায় আয়োজিত  সংবাদ সম্মেলনে  জানানো হয় ২০১৭ সালে  তৎকালীন  ইতালি আওয়ামীলীগের  সভাপতি ইদ্রিস  ফরাজি  ও সাধারন সম্পাদক  হাসান ইকবাল  এর অনুমোদন দেয়া কমিটির সভাপতি শাজাহান কবির ইদ্রিস  ও সাধারন সম্পাদক  আব্দুল নাছির  ভেনিস আওয়ামীলীগের বৈধ কমিটি।  

২০২২ সালের ১১ ই সেপ্টেম্বর  ইতালি আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে পূনরায় ইতালি আওয়ামীলীগের  সভাপতি ইদ্রিস ফরাজি ও সাধারন সম্পাদক হাসান ইকবাল  নির্বাচিত হন। সেই কমিটি অনুমোদন দেন সর্বো ইউরোপ আওয়ামীলীগের সভাপতি এম, নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক  মজিবুর রহমান ।হঠাৎ করেই ইতালি আওয়ামীলীগ কে দুই ভাগ করে  জি এম কিবরিয়ার নেতৃত্বে  মাহাতাব হোসেন কে সভাপতি  ও আলমগীর হোসেন  কে সাধারন সম্পাদক করে ইতালি আওয়ামীলীগের  আরেকটি কমিটি ঘোষনা করা হয় । সংবাদ সম্মেলনে অভিযোগ  করা হয়  গত ২৮ শে জানুয়ারী  ভেনিস আওয়ামীলীগের  ব্যানারে  নব গঠিত ইতালী আওয়ামীলীগের  সভাপতি  ও সাধারন সম্পাদকের গণসংবর্ধনা  অনুষ্ঠানে সাধারন সম্পাদক আলমগীর  হোসেন পূর্বের কমিটিকে বিলুপ্ত  ঘোষণা  করে বিল্লাল হোসেন ঢালীকে আহবায়ক ও মোস্তাক হোসেন কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করার ঘোষনা দেন, যা কিনা সম্পূন্ন অবৈধ । 

সংবাদ সম্মেলনে  ভেনিস আওয়ামীলীগের সভাপতি শাজাহান কবির ইদ্রিস বলেন,  অগণতান্ত্রিক প্রক্রিয়ায়  ভেনিস আওয়ামীলীগকে দুই ভাগ করা হয়েছে।দলের দীর্ঘ দিনের  ত্যাগী নেতাদের বাদ দিয়ে কয়েকজন বিএনপি পন্থী দের নিয়ে ভেনিস আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । অথচো ভেনিস আওয়ামীলীগের কোন নেতা কর্মীর সাথে আলোচনা না করে,  না জানিয়ে  তারা দ্বিধা বিভক্ত করে দিয়েছে। সংবাদ সম্মেলনে  জানানো হয়  বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র  বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলকে দ্বিধা বিবক্ত করার অপচেষ্টার সাথে জড়িত  থাকার কারনে বর্তমান ভেনিস আওয়ামীলীগের  আহবায়ক কমিটিতে যোগ দেয়ায়  সংগঠনের সিনিয়র সহ সভাপতি  রফিকুল ইসলাম ছৈয়াল , সহ সভাপতি  বিল্লাল হোসেন ঢালী , সাংগঠনিক সম্পাদক মুক্তার মোল্লা , সদস্য লিটন ঢালী , সালাউদ্দিন সরদার নান্নু কে  ভেনিস আওয়ামীলীগ হতে সাধারন সদস্য পদ বাতিল সহ বহিষ্কার করা হয়। এই বহিস্কার আদেশ ২ ই ফেব্রুয়ারী  হতে কার্যকর করা হয়।  

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভেনিস আওয়ামীলীগের সভাপতি শাজাহান কবির  ইদ্রিস , সহ সভাপতি  রুহুল আমিন ছৈয়াল ,  সহ সভাপতি  আবুল কাশেম সিকদার , লিয়াকত খালাসী , জিলানী খলিফা জিল্লু , সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক  নিনি , ভেনিস আওয়ামীলীগ নেতা মশিউর রহমান  , যুগ্ম সাধারণ সম্পাদক  আকবর হোসেন বেপারী , শাহ আলম হাওলাদার , সাংগঠনিক সম্পাদক  সোহানুর রহমান  উজ্জ্বল , মোশারফ মোল্লা , জাহাঙ্গীর ছৈয়াল   প্রমূখ। সংবাদ সম্মেলনে  আরো জানানো হয়,  ভেনিস আওয়ামীলীগ কে সু সংগঠিত  করতে দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর  আস্থা ভাজন ইউরোপ আওয়ামীলীগ কতৃক  অনুমোদন কৃত ইতালিওয়ামীলীগ  কমিটির সভাপতি ইদ্রিস ফরাজি ও সাধারন সম্পাদক  হাসান ইকবাল এর নেতৃত্বে  ভেনিস আওয়ামীলীগ কে সু সংগঠিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে  পরিক্ষিত  ত্যাগী নেতা কর্মীদের নিয়ে  সম্মেলন অনুষ্ঠিত  হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত