ইউক্রেনে রাশিয়ার অভিযান ব্যর্থ, দাবি সিআইএ প্রধানের
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২৯ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন অভিযান এরই মধ্যে ব্যর্থ বলা যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস। ইউক্রেনের সেনারা দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে এমন মন্তব্য করেন তিনি। সম্প্রতি ওয়াশিংটনে এক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
সিআইএ প্রধান উইলিয়াম বার্নস বলেন, পুতিন যখন গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্ত নেন তখন ইউক্রেনের সংকল্পকে অবমূল্যায়ন করেছিলেন। তিনি আরও বলেন এখন কিয়েভের জন্য আন্তর্জাতিক সমর্থনের ক্ষেত্রে একই ভুল করছেন প্রেসিডেন্ট পুতিন।
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে পুতিনের বাজি হলো ইউক্রেনীয়, ইউরোপীয় ও আমেরিকানদের বিরুদ্ধে কঠোর হওয়া। আমি ও আমার সিআইএ সহকর্মীদের বিশ্বাস, পুতিনের এ সংকল্প ভুল। ঠিক যেমন গত ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলা প্রতিহত করতে পারবে না বলে তিনি ভুল ভেবেছিলেন’। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তার এ মন্তব্য তুলে ধরা হয়।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার বলেছেন যে ইউক্রেনের পাল্টা আক্রমণে ওয়াশিংটন সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমরা এখন খেরসনে সাফল্য দেখতে পাচ্ছি, আমরা খারকিভে কিছু সাফল্য দেখতে পাচ্ছি এবং এটি খুব উত্সাহব্যঞ্জক’।
এরই মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন, তার দেশের সেনারা এখন পূর্ব ও দক্ষিণাঞ্চলে সেপ্টেম্বরে রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে ৬,০০০ বর্গকিলোমিটারের (২,৩১৭ বর্গমাইল) চেয়ে বেশি এলাকা পুনরুদ্ধার করেছে।
রয়টার্সের এক খবরে বলা হয়েছে, প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে পশ্চিমাদের কাছ থেকে আরও অস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের আগ্রাসন শুরু করে রুশ সেনাবাহিনী। হামলা ঠেকাতে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেনও। যুদ্ধের শুরুতে, স্বল্প মেয়াদে ইউক্রেন জয়ী হয়েছে বলা চলে। প্রযুক্তির ব্যবহার বিশেষ করে মোবাইল ফোন কাজে লাগিয়ে ও নিজস্ব সম্পদ নিয়ে ঝাঁপিয়ে পড়া ইউক্রেন সেনাদের আক্রমণের মুখে কিয়েভ দখলের পরিকল্পনা ভেস্তে যায় রাশিয়ার। এরপর পশ্চিমাদের সামরিক ও অর্থ সহায়তার কারণে ছয় মাস পর জোরোসোরে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন।
রুশ বাহিনীর হাত থেকে একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে ইউক্রেন সেনারা। গত ২৪ ঘণ্টায় ২০টির বেশি শহরের দখল ইউক্রেনীয় বাহিনীর হাতে চলে গেছে বলে দাবি করা হয়েছে। এক বিবৃতিতে ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস জানিয়েছে, তারা পূর্বাঞ্চলে রুশ বাহিনীর ওপর পাল্টা আক্রমণ চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২০টির বেশি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত