আড়িয়াল বিল থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার   

  মুন্সিগঞ্জ প্রতি‌নি‌ধি

প্রকাশ: ২৬ জুন ২০২২, ২১:০৫ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৯

শ্রীনগরে আড়িয়ল বিল থেকে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল ৪টার দিকে শ্রীনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পুটিমারা এলাকায় আড়িয়ল বিলের খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে শ্রীনগর থানার এসআই মাসুদ মোল্লা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পরনে নীল রংয়ের চেকের লুঙ্গি রয়েছে। পরে আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত করে পিবিআই। পিবিআইয়ের প্রাপ্ত তথ্যে পরিচয়পত্রে তার নাম হাবিব মিয়া। সে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া গ্রামের তোফাজ উদ্দিনের পুত্র।

শ্রীনগর থানার এসআই মাসুদ মোল্লা জানান, গাইবান্ধা যোগাযোগ করে পরিচয় শতভাগ নিশ্চিত করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত